Sylhet View 24 PRINT

করোনা হাসপাতালেই আয়োজন করে বিয়ে করলেন দুই চিকিৎসক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৮ ১৫:৪৭:০৩

সিলেটভিউ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে দম ফেলার সুযোগ‌ ছিল না মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই জুনিয়র ডাক্তারের। প্রেমের বন্ধনকে বিবাহের রূপ দেওয়ার পরিকল্পনাকে তাই দূরেই সরিয়ে রাখতে হয়েছিল। অবশেষে তাঁরা ঠিক করলেন বিয়েটা করবেন। তবে বিবাহবাসর হবে তাঁদেরই কর্মস্থল। তাঁদের বিয়ের মেহেদি ও গায়ে হলুদ উপলক্ষে ফুলের সাজে সেজে উঠল হাসপাতালের হোস্টেলের অষ্টম তলা। করোনার আবহে যখন হাসপাতালে শুধুই কান্নার সুর, তখন আনন্দের এক টুকরো বাতাস বয়ে আনল এই বিয়ের অনুষ্ঠান।

ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুনে (৩০)। দুজনেই অ্যানাসথেসিওলজিস্ট। তাঁদের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ৩০ জুন তাঁদের সহপাঠী বন্ধু ডাক্তাররা ফুল-আলোয় সাজিয়ে তুলল হাসপাতাল। অর্ডার দেওয়া বিশেষ ভুড়িভোজের। হরিয়ানার কনে এই বিশেষ বিয়ে নিয়ে বললেন, 'আমরা কখনও বিরাট ধূমধাম করে বিয়ে করতে চাইনি। কিন্তু বিয়েতে বিশেষ একটা কিছু করতে চেয়েছিলাম। এই ভাবেই আমাদের বন্ধুরা আমাদের বিয়েটাকে স্পেশ্য়াল করে তুলল।'

দুজনেই তিন বছরের কোর্স শেষ করে এমডি পড়ছেন। রিম্পি ও সারজেরাও ভেবেছিলেন, মে মাসে ফাইনাল পরীক্ষার পরই বিয়েটা সেরে ফেলবেন। তবে ঠিক সেই সময়েই দেশজুড়ে থাবা বসায় করোনাভাইরাস। বিয়েটা বাতিল করে দিতে হয় তাঁদের। ডাক্তার বরের কথায়, 'যে মহামারীতে সারা পৃথিবী আক্রান্ত, তা যে কবে শেষ হবে, কবে এর থেকে নিস্তার পাওয়া যাবে, তার কিছুই এখনও বুঝে ওঠা যাচ্ছে না।'

সেই কারণেই তাঁরা বিয়েটা সেরে ফেলার সিদ্ধান্ত নেন। হোস্টেলে মেহেন্দি অনুষ্ঠানের পর ১ জুলাই ভিরারে রিম্পির বাড়ির অ্যাপার্টমেন্টেই খুব ছোট করে শুভ বিবাহ সম্পন্ন হয়। ঔরঙ্গাবাদ থেকে এসেছিলেন সারজেরাওয়ের বাবা ও বউদি। তবে অ্যাস্থমার রোগী হওয়ায় কোভিড পরিস্থিতিতে আর আসার ঝুঁকি নেননি বরের মা। বিয়ের সময় ভিডিয়ো কলেই গোটা অনুষ্ঠান উপভোগ করেন তিনি। দু দিনের বিয়ের পর্ব মিটিয়ে ফের কর্তব্যে অবিচল দুই ডাক্তার। কাজে যোগ দেন সিওন হাসপাতালে।

সিলেটভিউ২৪ডটকম/৮ জুলাই ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.