Sylhet View 24 PRINT

সেনাদের জন্য ফেসবুকসহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ করল ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৯ ১৭:৫৬:৩৬

সিলেটভিউ ডেস্ক :: ফেসবুকসহ ৮৯টি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের সেনাবাহিনী। তথ্য পাচারের আশঙ্কা থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার ভারতীয় সেনাবাহিনী অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের মোট ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, স্নাপচ্যাট, ইনস্টাগ্রামের মতো অ্যাপ। যেসব সেনা সদস্যের মোবাইলে ওইসব অ্যাপ রয়েছে ১৫ জুলাইয়ের মধ্যে তা ডিলিট করে দিতে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে বিশেষ বার্তা পেয়েই আপাতত সামরিক বাহিনীতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে দিল্লি।

নিষিদ্ধ ঘোষিত ৮৯ অ্যাপের তালিকায় অবশ্য ইউটিউব ও হোয়াটস অ্যাপ-এর নাম নেই। অর্থাৎ এগুলো ব্যবহার করা যাবে।

এর আগে নিরাপত্তার কারণে নাগরিকদের জন্য ৫৯টি চীনা অ্যাপও নিষিদ্ধ করা হয় ভারতে।



সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৯ জুলাই ২০২০/ডেস্ক/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.