Sylhet View 24 PRINT

ভারতে ৮ পুলিশ হত্যার মূল হোতা গ্যাংস্টার বিকাশ গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৯ ১৭:৫৯:০৮

সিলেটভিউ ডেস্ক :: ভারতের কানপুরে ৮ পুলিশকর্মী-অফিসার খুনে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বিকাশ দুবেকে গ্রেফতার করেছে পুলিশ।

চারটি প্রদেশ পাঁচ দিন ধরে তন্ন তন্ন করে খোঁজার পর বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময়ে দুইটি পৃথক বন্দুকযুদ্ধে বিকাশ দুবের দুই সহযোগী নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে মাস্ক পরা বিকাশ দুবেকে কয়েকজন পুলিশ সদস্য ঘিরে রেখেছে। তাকে পুলিম ভ্যানে উঠানোর সময় বলেন, আমিই কানপুরের বিকাশ দুবে।

খবরে বলা হয়, এদিন সকালে মহাকাল মন্দিরে সকাল ৭টা দিকে তাকে দেখা যায়। মন্দির চত্বরের এক দোকানদার বিকাশকে চিনতে পারেন। তিনিই মন্দিরের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। এর পর মন্দির থেকে বের হওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাকে আটকান। কিন্তু বিকাশ একটি ভুয়া পরিচয়পত্র দেখান। নিরাপত্তারক্ষীরা নিশ্চিত হয়ে তাকে আটকান। পরে পুলিশ আসলে তাদের হাতে তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত শুক্রবার ভোর রাতে বিকাশকে ধরতে গিয়ে উত্তরপ্রদেশের কানপুরের পুলিশকর্মী-অফিসাররা গুলির মুখে পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আট পুলিশকর্মীর। এরপর থেকেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ। বুধবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলে অবস্থান করে হানা দেয় পুলিশ। সবশেষে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার হয়ে বিকাশ দুবে।


সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/৯ জুলাই ২০২০/ডেস্ক/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.