Sylhet View 24 PRINT

আল-আকসা মসজিদের গেট বন্ধের নির্দেশ ইসরায়েলি আদালতের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৩ ২০:৫৪:৪৫

সিলেটভিউ ডেস্ক :: জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের পূর্ব গেট বাব আল-রহমা বন্ধ করার নির্দেশ দিয়েছে একটি ইসরায়েলি আদালত। সোমবার নগরীর মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থান তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে আদালত এই আদেশ দিয়েছে।

জর্ডান পরিচালিত ইসলামিক এন্ডোমেন্টস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের পুলিশ অধিদপ্তর এই ফটকটি বন্ধ করার ব্যপারে আদালতের সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আল-আকসার শ্রেষ্ঠত্ব ইসরায়েল কর্তৃপক্ষ, যে কোনো আদালত বা রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে অনেক উচ্চতর বিষয়। মুসলিমরা দখলদার ইসরায়েলের এই অবৈধ সিদ্ধান্ত সমর্থন বা স্বীকৃতি দেয় না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাব আল-রহমা আল-আকসা মসজিদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

এছাড়াও ইসরায়েলি আদালত কর্তুক হঠাৎ গেটটি বন্ধ করার সিদ্ধান্তের পেছনের কারণ এখনো স্পষ্ট নয় বলে বিবৃতিতে বলা হয়েছে।

মুসলমানদের জন্য আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে স্বীকৃত। ইহুদিরা অঞ্চলটিকে মাউন্ট টেম্পেল হিসেবে উল্লেখ করে দাবি করে, এটি প্রাচীন যুগে ইহুদি মন্দিরের স্থান ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল। যেখানে বর্তমান আল-আকসা মসজিদটি অবস্থিত। ১৯৮০ সালে এটি পুরো শহরকে দখল করে সংযুক্ত করার পদক্ষেপ নেয় যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয় না।



সৌজন্যে : আনাদুলু এজেন্সি / কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/১৩ জুলাই ২০২০/ডেস্ক/ জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.