Sylhet View 24 PRINT

লেবাননে বড় ধরনের বিস্ফোরণ, নিহত ১০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৫ ০০:২০:৪১

সিলেটভিউ ডেস্ক :: লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগষ্ট) সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা শহর। বিস্ফোরণটি শহরের বন্দর এলাকায় ঘটেছে। নিহত হয়েছে অন্তত ১০ জন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, বহু মানুষ হতাহত এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পড়ে বহু বাড়ির ছাদ এবং জানালা দরজা ভেঙে পড়ে। এমনকি বাড়ি থেকে জানলা দরজা ভেঙে কয়েক মাইল দূরের রাস্তাতেও এসে পড়ে। বৈরুতের বাসিন্দারা সন্ধ্যার সময় বন্দর এলাকায় কুন্ডলী পাকানো ধোঁয়া দেখতে পান। এবং খুব জোড়ে শব্দ হয় এলাকায়। এর পরই জানা যায় বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা অন্তত ১০টি মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

তবে বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বৈরুতে জুড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে তার মনে হয়েছিল তিনি নিজেও মারা যাবেন। হাসপাতালে আহতদের উপচেপড়া ভিড়।

দমকল কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

স্থানীয় কিছু রিপোর্টে বলা হচ্ছে আতসবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই।

গাড়ি বোমা বিস্ফোরণে মি. হারিরির হত্যায় চারজন সন্দেহভাজনের মামলার রায় জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের দেওয়ার কথা শুক্রবার।

সিলেটভিউ২৪ডটকম/৫ আগস্ট ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.