Sylhet View 24 PRINT

পর্যটন ছাড়া বাংলাদেশিদের সব ভিসা দেবে ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২২ ১৮:২৬:৩৮

সিলেটভিউ ডেস্ক :: দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা ছাড়া সব ধরনের অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার (২১ অক্টোবর) রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

টুইট বার্তায় হাইকমিশনার লেখেন, ‘বাংলাদেশি বন্ধুদের জন্য ঘোষণা: পর্যটন ভিসা ব্যতীত সব ধরনের ভারতীয় ভিসা পুনরায় চালু হচ্ছে; বিশেষ করে শিক্ষার্থী ভিসা, পরিদর্শন, এন্ট্রি ভিসা প্রভৃতি।’

করোনা মহামারির কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ বন্ধ হওয়ার পর আগামী ২৮ অক্টোবর থেকে দেশটির সঙ্গে এয়ার-বাবল প্রক্রিয়ায় বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী তিন মাস এই বিমান পরিচালিত হবে দুটি দেশের কর্তৃপক্ষের ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে।

এর আগে গত ৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন নয়টি ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্তের ঘোষণা দেয়। এগুলোর মধ্যে ছিল মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, সাধারণ প্রবেশ (এন্ট্রি), সাংবাদিক, কূটনীতিক, অফিসিয়াল, জাতিসংঘ অফিসিয়াল ও জাতিসংঘের কূটনীতিক।



সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০২০/ পূর্বপশ্চিমবিডি /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.