Sylhet View 24 PRINT

শরীরে ৪৫৩টি ছিদ্র, মাথায় সিং বানিয়ে গিনেস রেকর্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৫ ১৯:০৭:৩৮

সিলেটভিউ ডেস্ক :: জার্মানির এক ব্যক্তি সর্বাধিকবার দেহ পরিবর্তন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। ওই ব্যাক্তির নাম রলফ বুখহলজের। ৫১ এর বেশিবার দেহ পরিবর্তন করেছেন তিনি।  

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, রলফ জার্মানিতে একটি টেলিকম সংস্থায় তথ্য প্রযুক্তিতে কাজ করেন। ৪০ বছর বয়সে তিনি নিজের প্রথম ট্যাটু এবং ছিদ্র দিয়ে দেহ পরিবর্তনের যাত্রা শুরু করেন। এরপর প্রায় ২০ বছরের বেশি সময় ধরে, কণ্ঠস্বর, ঠোঁট, ভ্রু, নাক এবং কপালে দুটি ছোট শিং সহ আরও নানা কাজ করেছে শরীরে।

দেহ পরিবর্তনগুলো কেবল বাহিরের পরিবর্তিত হয়েছে, রলফ বলেছেন, এটি আমাকে বদলায়নি। আমি একই ব্যক্তি। রলফের পরিবর্তনের মধ্যে রয়েছে ৪৫৩টি ছিদ্র। ২০১০ সালে তিনি গিনেসের দ্বারা সর্বাধিক সংখ্যক দেহ ছিদ্র করা ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন।

২০১৪ সালে দুবাই বিমানবন্দর থেকে তাকে হোটেলে যাওয়ার পথে জনসাধারণের নজরে এসেছিলেন।



সিলেটভিউ২৪ডটকম/২৫ অক্টোবর ২০২০ /বিডি-প্রতিদিন /জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.