Sylhet View 24 PRINT

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ফের উত্তাল বেলারুশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৭ ১৪:৩৪:৪২

সিলেটভিউ ডেস্ক :: বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে চলছে ধর্মঘট। সোমবার রাতের মধ্যে লুকাশেঙ্কোকে ক্ষমতা ছাড়ার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।

আন্দোলনে সায় না দেয়ায় মঙ্গলবার প্রথম প্রহর থেকেই গুরুত্বপূর্ণ কল-কারখানা এবং বিশ্ববিদ্যালয়ে তালা ঝোলানো হয়। চলছে সরকার বিরোধী বিক্ষোভ-স্লোগান।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে গত দু’দিন ধরে রাজধানীসহ আশপাশের শহরগুলোয় চালানো হয়েছে ধরপাকড়। আইনভঙ্গের দায়ে ৫২৩ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে সাড়ে ৩’শ মানুষ পুলিশি হেফাজতে রয়েছে।

আগস্টের নির্বাচনে একচেটিয়া জয়ের দাবি জানান আলেক্সান্ডার লুকাশেঙ্কো। ষষ্ঠবারের মতো নেন বেলারুশের প্রেসিডেন্টের দায়িত্ব।

সিলেটভিউ২৪ডটকম/২৭ অক্টোবর ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.