Sylhet View 24 PRINT

ডুবে যাওয়ার আগ পর্যন্ত সচল ছিল ইন্দোনেশিয়ার প্লেনটি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৬ ১০:৪৯:৫০

সিলেটভিউ ডেস্ক :: ইন্দোনেশিয়ার তদন্তকারী সংস্থা গত সপ্তাহে সমুদ্রে বিধ্বস্ত হওয়া শ্রীবিজয়া প্লেনের ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর) থেকে তথ্য সফলভাবে ডাউনলোড করেছে। শুক্রবার এমনটাই জানিয়েছে দেশটির পরিবহন সুরক্ষা সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন সুরক্ষা কমিটি (কেএনকেটি) একটি বিবৃতিতে বলে, রেকর্ডারটিতে ৩৩০ প্যারামিটার রয়েছে এবং সবগুলো ভাল অবস্থায় আছে।

কেএনকেটি ভাষ্যমতে এফডিআর তথ্য নিশ্চিত করেছে যে প্লেনটি পানিতে নিমজ্জিত হওয়ার আগ পর্যন্ত বিমানের উভয় ইঞ্জিনই কাজ করছিল। তবে প্লেনটির অন্য ব্ল্যাক বক্স ও ককপিট ভয়েস রেকর্ডারের অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে।

দেশটির পরিবহন সুরক্ষা সংস্থা সংস্থাটির প্রধান বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, কেএনকেটি আন্তর্জাতিক মানের সাথে মিল রেখে ক্র্যাশ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার পরিকল্পনা করেছেন তারা।

উল্লেখ্য, প্যারামিটারগুলোতে সাধারণত বিমানের রুট, গতি, ইঞ্জিনের শক্তি এবং ফ্ল্যাপস কনফিগারেশন সহ বিভিন্ন সিস্টেম থেকে রেকর্ড করা তথ্য সংগৃহীত থাকে। প্যারামিটার থেকে উদ্ধারকৃত তথ্য থেকে জানা যায়, ৬২ জন যাত্রী নিয়ে ৯ জানুয়ারি জাকার্তা থেকে যাত্রা শুরু করার কয়েক মিনিটের পরে ২৬ বছরের পুরনো বোয়িং কো ৭৩৭-৫০০ মডেলের বিমানটি ধ্বংস হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.