Sylhet View 24 PRINT

উগান্ডায় ইয়োভেরি মুসেভেনি পুনরায় নির্বাচিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৭ ০৯:৫৯:০৪

সিলেটভিউ ডেস্ক :: উগান্ডার দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি পুনরায় নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচনী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ১৯৮৬ সালে থেকে উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়োভেরি মুসেভেনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইয়োভেরি মুসেভেনি প্রায় ৫৯ ভাগ ভোট পেয়েছেন।

তবে ইয়োভেরি মুসেভেনির মূল প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলেছেন। সাবেক পপস্টার ববি ওয়াইন অঙ্গীকার করেছেন, ইন্টারনেট সংযোগ পুনস্থাপনের পর নির্বাচনে প্রতারণার প্রমাণ তিনি উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, নির্বাচনকে ঘিরে ইন্টারনেট শাটডাউন করেছিল সরকার। যার তীব্র সমালোচনা করেছেন নির্বাচন পর্যবেক্ষকরা। সূত্র: বিবিসি

সিলেটভিউ২৪ডটকম/১৭ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.