Sylhet View 24 PRINT

আইসক্রিমে করোনার সন্ধান!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৭ ১৯:২৮:২৯

সিলেটভিউ ডেস্ক :: এবার আইসক্রিমে করোনাভাইরাস (কোভিড-১৯) পাওয়া গেছে। পূর্ব চীনের একটি কারখানায় উৎপাদিত আইসক্রিমে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এ কারণে কারখানাটি সিল মেরে বন্ধ করে দেওয়া হয়েছে।

বেইজিং সংলগ্ন পৌরসভা তিয়ানজিনে অবস্থিত দাকিয়াওদাও ফুড কোং লিমিটেড নামক ওই কারখানার উৎপন্ন সব আইসক্রিমের চালান বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নগর প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, কারখানাটির সকল কর্মীকেও করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। তবে এতে তাদের কারও আক্রান্ত হওয়ার খবর মেলেনি।

আইসক্রিমে উৎপাদনে ব্যবহৃত উপাদানের মধ্যে ছিল নিউজিল্যান্ড থেকে আমদানি করা গুঁড়ো দুধ ও ইউক্রেনের হুই পাউডার।



সিলেটভিউ২৪ডটকম / এপি / জিএসি-০৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.