Sylhet View 24 PRINT

শীতকালে পর্বত জয় করে ইতিহাস গড়লেন ১০ নেপালি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৮ ০৯:৫২:৩৭

সিলেটভিউ ডেস্ক :: চরম শীতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেটু (K2) জয় করলেন ১০ সদস্যের এক নেপালি পর্বতারোহীর দল! তাদের এই সাফল্যকে ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সারা বিশ্বে আরোহণের জন্য সবচেয়ে কঠিন শৃঙ্গ হিসেবে ধরা হয় ৮ হাজার ৬১১ মিটার উঁচু এই শৃঙ্গকে। তার ওপর শীতের ভয়াল কামড় সহ্য করে তাকে জয় করা কার্যতই ‘মিশন ইম্পসিবল’।

পর্বতারোহী দলের অন্যতম সদস্য নিমসদাই পুর্জা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই নজির গড়েছেন তারা।

পাকিস্তান-চীন সীমান্তে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণির কেটু শৃঙ্গ এভারেস্টের থেকে মাত্র ২০০ মিটার নিচু। অবিশ্বাস্য জেদকে সঙ্গী করে মোট ৬০ জন পর্বতারোহী এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সাফল্যের দাবি করল ১০ সদস্যের এই দলটি।

এমনিতেই এই শৃঙ্গকে বলা হয় ‘হিংস্র পর্বত’। ১৯৫৩ সালে মার্কিন পর্বতারোহী জর্জ বেল একে এই নাম দেন। তিনি বলেছিলেন, ‘এটা এমন হিংস্র পর্বত, যা সবসময় আপনাকে মেরে ফেলতে চাইবে।’

সেই শৃঙ্গকে এমন কঠিন সময়ে জয় করে উচ্ছ্বসিত নির্মল পুর্জা। তার কথায়, ‘মানবসভ্যতার ইতিহাসের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমরা দেখাতে পেরেছি দলীয় সমন্বয়, টিমওয়ার্ক ও পজিটিভ মানসিকতা থাকলে যা সম্ভব নয়, তাকেও স্পর্শ করা যায়।’

সূত্র : সংবাদ প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/১৮ জানুয়ারি ২০২১/ডেস্ক/মিআচৌ-৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.