Sylhet View 24 PRINT

৮০ শতাংশেরও বেশি সংক্রমণের ঝুঁকি কমায় টিকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০২ ১২:০৫:৫৭

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাজ্যের এক সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত করোনা টিকার প্রথম ডোজ স্বাস্থ্য ঝুঁকি ৮০ শতাংশেরও বেশি হ্রাস করে। সত্তরোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এর কার্যকারিতা আরও বেশি।

টিকা গ্রহণের পর সত্তরোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে ৬০ শতাংশ এবং ৮০ বছর বা তার অধিক বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ৮০ শতাংশেরও বেশি  করোনা সংক্রমণের ঝুঁকি কমায়।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নতুন ভ্যাকসিনের কার্যকারিতা ‘অত্যন্ত শক্তিশালী’। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে কী কারণে ৮০ বছরেরও বেশি বয়সী ব্যক্তিদের আইসিইউতে ভর্তির পরিমাণ কমেছে তা সহজে অনুমান করা যায়।’
টিকাদান কর্মসূচি শুরুর তিন থেকে চার সপ্তাহের মাথায় ৮০ বছর বয়সীদের ওপর জরিপ চালিয়ে দেশটির জনস্বাস্থ্য বিভাগ এ তথ্য জানা যায়। এতে অংশ নেয়া ব্যক্তিদের সবাই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

দেশটির সরকারি বিজ্ঞানীরা এই তথ্যে সন্তোষ প্রকাশ করেছেন। তবে সম্পূর্ণ সুরক্ষার জন্য টিকার দুটি ডোজই প্রয়োজন বলে তারা মনে করেন। গত সপ্তাহে স্কটিশ কর্তৃপক্ষও একই তথ্য জানিয়েছিল। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশা, আগামী কয়েক মাসের মধ্যেই চলমান টিকাদান কর্মসূচির সুফল পেতে যাচ্ছেন তারা। তবে কোভিড-১৯ এর বিরুদ্ধে সঠিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হলে টিকার দ্বিতীয় ডোজের কোনো বিকল্প নেই বলেও সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত দুই কোটিরও বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। যা দেশটির মোট প্রাপ্তবয়স্ক নাগরিকদের এক-তৃতীয়াংশ।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-৯

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.