Sylhet View 24 PRINT

লিভ ইনে যৌন সম্পর্ককে ধর্ষণ বলা যায় না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০২ ১৪:২১:৫৬

সিলেট ভিউ ডেস্ক : দুই প্রাপ্ত বয়স্ক নরনারী যখন লিভ ইন সম্পর্কে থাকে তখন তাদের মধ্যে যৌন সম্পর্ককে ধর্ষণ বলা যায় না। ভারতের প্রধান বিচারপতি এস এ বোবাদে একটি মামলায় এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রায়ই দেখা যাচ্ছে লিভ ইন সম্পর্ক থেকে বেরিয়ে এসে মেয়েরা পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলছে। এই বিষয়টিকে কি ধর্ষণ বলা যায়?

বিচারপতি বোবাদে উত্তরপ্রদেশের একটি মামলার শুনানির সময় এই মন্তব্য করেন। আইনজীবী অনিতা বশিষ্ঠনাথ অভিযোগ করেন যে দু বছর সম্পর্কিত থাকার সময় পুরুষটি নারীটিকে বারবার যৌন সম্পর্কে আসতে বাধ্য করেছে। বিচারপতি বোবাদে বলেন, সম্পর্ক ভাঙার পর ইদানিং এই অভিযোগ খুব বেশি করে উঠছে। কিন্তু সম্মতিতে যে যৌন সম্পর্ক হয় তা ধর্ষণ বলে পরিগণিত হতে পারে না।

এদিন ধর্ষণজনিত আর একটি মামলায় বিচারপতি বোবাদে ধর্ষণের অভিযোগে ধৃত এক তরুণকে জিজ্ঞাসা করেন ধর্ষিতাকে সে বিয়ে করবে কিনা? একটি নাবালিকাকে ধর্ষণ করার দায়ে যুবকটিকে ধরা হয়।  ২০১৪ সালের ঘটনার পর নাবালিকা আজ সাবালিকা। ধর্ষক যুবক জানায় সেই সময় সে ওই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলো। মেয়েটি অস্বীকার করে। এখন আর তা সম্ভব নয় কারণ সে নিজে এখন বিবাহিত।


সিলেট ভিউ ২৪ ডটকম/ পিটি-১৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.