Sylhet View 24 PRINT

বোমা আতঙ্কে তাজমহল থেকে সরিয়ে নেওয়া হলো দর্শনার্থীদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৪ ১৩:৫৯:৪২

সিলেট ভিউ ডেস্ক : ভারতের ঐতিহাসিক পর্যটন স্থাপনা তাজমহলে বোমাতঙ্ক ছড়িয়েছে। স্থাপনাটির ভেতরে বোমা রয়েছে জানিয়ে ফোনে হুমকি আসার পর পুরো তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি আসার পর পরই তাজমহলের পূর্ব ও পশ্চিম প্রবেশ পথ বন্ধ করে রাখা হয়েছে। সমস্ত চত্বরটিই ভালো করে খুঁজে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি।

তবে ফোনে হুমকি পাওয়ার পরপরই পুরো চত্বর খালি করে ফেলে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। আপাতত দর্শকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আগ্রার এই বিশ্বখ্যাত সৌধে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তল্লাশি চালাচ্ছে বিশেষজ্ঞ বম্ব স্কোয়াডের সদস্যরাও।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ফোন দেওয়ার অভিযোগে আটক হওয়া ওই যুবক ফিরোজাবাদের বাসিন্দা। পুলিশের জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন, সেনাবাহিনীতে চাকরি না পেয়ে সে হুমকি দিয়ে এই ফোন করে। তবুও সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী। তারা সময় নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন প্রতিটি চত্বর।

সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.