Sylhet View 24 PRINT

লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল ভিয়েনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১০:৪৪:২৯

সিলেটভিউ ডেস্ক :: লকডাউনের বিরুদ্ধে উত্তাল ভিয়েনা। শনিবার দেশটিতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। আইনশৃঙ্খলা ও করোনা নীতি ভাঙার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে কোন মাস্ক ছিল না। সামাজিক দূরত্বও তারা মানছিল না।

ডানপন্থী ফ্রিডম পার্টি আয়োজিত সমাবেশে যোগ দিতে তারা রাজধানীর কেন্দ্রস্থল হয়ে পার্কের দিকে চলে যায়। অস্ট্রিয়া গত মাসে লকডাউন শিথিল করে এবং স্কুল, দোকানপাট ও জাদুঘর খুলে দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এখনও যে লকডাউন জারি রয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তারা হোটেল রেস্তোরাঁ খোলার দাবি জানায়। এছাড়া তারা মধ্য ডানপন্থী চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের পদত্যাগও দাবি করে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে। কিন্তু যারা চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ কমলে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-৯

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.