Sylhet View 24 PRINT

কাশ্মীরে ১৫০ রোহিঙ্গা আটক করেছে ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১১:২৪:৫৩

সিলেটভিউ ডেস্ক :: মিয়ানমারের সামরিক বাহিনী এবং উগ্র বৌদ্ধদের ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতের কাশ্মীরে আশ্রয় নেওয়া অন্তত ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে দেশটির পুলিশ।

এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চল থেকে এসব রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়। খবর দ্যা হিন্দুর।

ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যেসব বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের আটক করা হয়েছে।

তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হীরানগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদের এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

জম্মু-কাশ্মীরে বসবাসরত রোহিঙ্গারা এই আটক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা আশঙ্কা করছেন যে, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

রোহিঙ্গাদের ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটির নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। এ জন্য ভারতে বসবাসরত সব রোহিঙ্গা মুসলমানকে খুঁজে বের করে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-১৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.