Sylhet View 24 PRINT

আল আকসায় হামলার জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা হামাসের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-১১ ০৩:১৫:৩২

সিলেটভিউ ডেস্ক :: পবিত্র আল আকসা মসজিদে সোমবার সকালে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩০৫ জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলে পাল্টা রকেট ছুঁড়েছে হামাস। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ হামলা চালানো হয়।

এতে হামলার সাথে সাথেই জেরুজালেমে এবং গাজা সীমান্তের কাছে সতর্কীকরণ সাইরেন বেজে উঠেছিল এবং সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, সোমবার স্থানীয় সময় সকালে মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারা রাবাট বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর শব্দ বোমার ব্যবহার করে। এতে তিন শতাধিক ফিলিস্তিতি আহত হয়।

ফিলিস্তিনে রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আহতদের মধ্যে এ পর্যন্ত প্রায় ২২৮ জনকে পূর্ব জেরুজালেমের ৩টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ মিআচৌ-৫


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.