Sylhet View 24 PRINT

এক বছরে ১৬ নারীকে ধর্ষণ করেছে ভারতীয় পুলিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৯ ০০:২৬:৫২

বিগত এক বছরে ভারতীয় পুলিশের ধর্ষণের শিকার হয়েছে অন্ততপক্ষে ১৬ জন নারী। এছাড়া নারীদের নানাভবে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে ভারতীয় পুলিশের বিরুদ্ধে। খবর এনডিটিভি এর।

ভারতের জাতীয় মানবাধিকার কমিশন দেশটির ছত্তিশগড়ের পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে। শনিবার কমিশন তাদের এক বার্তায় এসব তথ্য জানায়। সেই সঙ্গে বিষয়টি নিয়ে তারা সরকারকে নোটিসও প্রদান করেছে বলে জানা গেছে। 

বার্তায় বলা হয়, কমিশন সরকারকে অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে বলেছে। তার পাশাপাশি নির্যাতিতদের জন্য ৩৭ লাখ টাকার অন্তর্বর্তী আর্থিক ত্রাণ দেয়ার জন্য সরকারের প্রতি আনবান জানিয়েছে তারা। এছাড়া কমিশন ধর্ষণের শিকার নারীদের প্রত্যেককে ৩ লাখ, যৌন নিপীড়নের শিকার নারীদের প্রত্যেককে ২ লাখ ও শারীরিকভাবে লাঞ্ছিতদের ৫০ হাজার রুপির সহায়তার পরামর্শ দিয়েছে। 

 ২০১৫ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পাঁচটি গ্রামে এ নির্যাতন চালায় রাজ্যের পুলিশ সদস্যরা। গ্রামের অন্তত ৪০ নারী পুলিশের হাতে নির্যাতিত হয়। এদের মধ্যে ২ জনকে গণধর্ষণের অভিযোগ রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মানবাধিকার কমিশন এ তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্তে পুলিশ কর্তৃক নারী নির্যাতন ও ধর্ষণের তথ্য-প্রমাণ পাওয়া যায়। 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.