Sylhet View 24 PRINT

আমেরিকায় এ বছরই পরমাণু বোমা ফেলার হুমকি কিমের!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ০০:৩২:৩৮

তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগাতে কোমর বাঁধছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এই বছরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছেন। এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের। তাদের কাছে খবর, এ বছরই পরমাণু বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন। খবর এই সময়ের।

সম্প্রতি উত্তর কোরিয়া একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে। কিম জং উন যে গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে, এ নিয়ে আন্তর্জাতিক বিশ্বে চলছে জোর সমালোচনা। কিম বার বার হুমকি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি আক্রমণ করবেন শীঘ্রই। 

সেই সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সচিবও হুঁশিয়ারি দিয়ে জানান, "যে কোনও মুহূর্তে পরমাণু আক্রমণ করা হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ করতে বাধ্য করছে। "

গত কয়েক বছরে একাধিক মরণাস্ত্র পরীক্ষা করে বিশ্বের নিন্দার মুখে পড়েছে উত্তর কোরিয়া। যদিও কিম জং উন সে সব কিছুতে কান দেননি। তবে পরমাণু অস্ত্র প্রয়োগ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, এ বিষয়ে দ্বিধা নেই।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.