Sylhet View 24 PRINT

চীনের উপর নজরদারি করবে ভারতের ড্রোন রুস্তম-২!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১২ ০১:০৩:১৬

ভারতের হাতে অত্যাধুনিক ড্রোন রুস্তম-২। এই ড্রোন মার্কিন এয়ারফোর্সের MQ-1 প্রিডেটরের সমতুল্য।

আর এই ড্রোন নিয়েই আতঙ্ক ছড়িয়েছে চীনে। চীনা সংবাদমাধ্যমের দাবি, ২৪ ঘণ্টা চর হিসেবে ওড়ানো হতে পারে এই ড্রোনকে।

জানা গিয়েছে, ২৪ ঘণ্টা ধরে একটানা উড়ে নজরদারি চালাতে পারে এই ড্রোন, যা তথ্য সংগ্রহ করে দিতে পারে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান সেনাকে। পরে এটাতে অস্ত্র দিয়ে সাজানো হতে পারে। পরবর্তীতে এই রুস্তম-২ তে থাকবে এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, স্মার্ট বম্ব। মার্কিন সেনার ড্রোনের মত করেই সাজানো হবে এটিকে। ইসরায়েলের তৈরি ড্রোন হেরনের জায়গায় এসেছে এই রুস্তম-২।

যদিও অন্য ড্রোনের সঙ্গে এর তফাৎ রয়েছে। এটি ২৪ থেকে ৩০ ঘণ্টা উড়তে পারবে আকাশে। ওড়ার জন্য লাগবে রানওয়ে। এতে রয়েছে ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল ও নেভিগেশন সিস্টেম। এটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে ও অবতরণ করতে পারে। আর্মি, নেভি ও এয়ারফোর্সের ব্যবহারের জন্যই তৈরি এই ড্রোন। এর আগে আর্মির জন্য ডিআরডিও তৈরি করেছিল নিশান্ত নামের একটি ড্রোন। যদিও সেটি খুব একটা সফল হয়নি। যা একাধিকবার ভেঙে পড়েছে। খবর কলকাতা টুয়েন্টিফোর।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.