Sylhet View 24 PRINT

মার্কিন সেনাবাহিনীর অন্দরে রাশিয়ান স্পাই!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ০১:৪১:০৩

মার্কিন সেনাবাহিনীর অন্দরে রাশিয়ার তৈরি নতুন রোবোটিক-স্পাই ঢুকে পড়তে পারে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর নতুন এ রোবোটিক- স্পাই দেখতে নাকি অবিকল আরশোলার মত।

শুনতে অনেকটা জেমস বন্ড সিরিজের মত হলেও রাশিয়ান সেনা এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই ধরনের রোবটদের বলা হয়- “ইনসেক্ট বটস”। 

২১ শতকে গোয়েন্দাগিরি চালাতে ড্রোন বা পাহাড়-প্রমাণ দেখতে রোবট নয়, রাশিয়ান সেনা তৈরি করে ফেলেছে মাত্র ৪ ইঞ্চির নয়া ‘মেকানিকাল বাগস’।

রাশিয়ান মিলিটারি সূত্রে খবর, কান্ট বিশ্ববিদ্যালয়ের দুই ইঞ্জিনিয়ার ড্যানিল বরচেভকিন ও আলেস্কি বেলোসভ বানিয়েছেন এই নয়া গুপ্তচর। এই দুই ইঞ্জিনিয়ার এখন মেতে রয়েছেন নতুন রোবটকে ‘ক্যামোফ্লাজ’-এ সক্ষম করে তুলতে।

এক একটি আরশোলার মত দেখতে এই রোবটের শরীরের লাগানো রয়েছে শক্তিশালী সেন্সর। সামনে কোনও বাধা পড়লেই সেন্সর মারফৎ তা জানতে পেরে পথ বদলে ফেলতে সক্ষম এই রোবটগুলি। রোবটগুলি নিয়ন্ত্রণ করা যাবে রিমোটের সাহায্যে। আপাতত ‘প্রোটোটাইপ’ হিসেবে তৈরি করা হলেও এবার রাশিয়ান সেনা সেগুলি সরাসরি যুদ্ধের কার্যকরী হিসেবে ব্যবহার করতে চাইছে।


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.