Sylhet View 24 PRINT

চুরি গেল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গাড়ি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ০১:৪৩:০০

চোর শোনে না ধর্মের কাহিনী। সেখানে মুখ্যমন্ত্রী হোন আর চৌকিদার হোন তাতে কিছু যায় আসে না চোর বাবাজির। এবার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গাড়িটিও চুরি হয়ে গেছে।

দেশটির এক সমীক্ষা অনুযায়ী, চলতি বছর নয়াদিল্লি থেকে ৩০ হাজার ৪৪৮টি গাড়ি চুরি হয়েছে। আর সবশেষ চুরি হল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গাড়িটিও।

বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয়ের বাইরে থেকে আম আদমি পার্টির (এএপি) সরকারপ্রধানের আলোচিত নীলরঙা ‘ওয়াগন আর’ কারটি খোয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এমন আলোচিত ঘটনার পর পুলিশ সচিবালয়ের সম্মুখ পর্যবেক্ষণে স্থাপিত গোপন ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পর্যবেক্ষণ করছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফুটেজগুলোতে ধরা পড়া চিত্র ঝাপসা লাগছে।

চোরাই যাওয়ার আগে কেজরিওয়ালের ঘনিষ্ঠ এএপির একজন তরুণ নেতা গাড়িটি চালিয়েছিলেন। তিনিই সচিবালয়ের সামনে রাখেন গাড়িটি। উপহার হিসেবে পাওয়া কেজরিওয়ালের এ ‘ওয়াগন আর’ নয়াদিল্লিতে চলতি বছর খোয়া যাওয়া ৩০ হাজার ৪৪৯তম গাড়ি।

অন্যদিকে গাড়ি হারিয়ে উল্টো কেজরিওয়াল প্রশাসনকে প্রশাসনিক ব্যর্থতার দায়ে সমালোচনা শুনতে হচ্ছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.