Sylhet View 24 PRINT

এইচএসসি পাশেই ১১ হাজার টাকা বেতনে সীমান্তিকে চাকরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২১ ১৬:০৩:১৯

নিজস্ব প্রতিবেদক :: প্রায় ১১ হাজার টাকা বেতনে এইচএসসি পাশ মহিলা কমিউনিটি মোবিলাইজার নিয়োগ দিচ্ছে সীমান্তিক-নতুন দিন। এছাড়া বাৎসরিক উৎসব বোনাস ও ইনক্রিমেন্ট সুবিধাও আছে। পরিবার পরিকল্পনা কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের প্রয়োজনীয় ২ কপি ছবি ও প্রয়োজনী কাগকপত্রসহ ২৮ ফেব্রুয়ারির মধ্যে নিচের ঠিকানায় যোগাযোগ করতে হবে।

যোগাযোগের ঠিকানা

নতুনদিন কার্যালয়
ড. আহমদ আল কবির
সীমান্তিক কমপ্লেক্স
উপশহর পয়েন্ট, মাছিমপুর, সিলেট-৩১০০।
সৌজন্যে-সিলেটের ডাক
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক।  প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অফিসার/অফিসার’ পদে এই নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম


জুনিয়র অফিসার/অফিসার (কল সেন্টার অ্যাপ্লিকেশন সাপোর্ট, আইটিআইঅ্যান্ডপি)।

যোগ্যতা

পদটিতে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে  ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর ন্যূনতম এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকক্তে হবে।

বেতন ভাতা

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

প্রার্থীরা প্রাইম ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে (http://career.primebank.com.bd/career/joblist.html) অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের তারিখ

অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহী প্রার্থীরা আগামী ২ মার্চ, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস


নতুনদের নিয়োগ দেবে মধুমতি ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

প্রবেশনারি অফিসার।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজনীয়। নির্বাচিত প্রার্থীর বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন স্কেল

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ১৩ মার্চ, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.