Sylhet View 24 PRINT

গ্র্যাজুয়েটদের জন্য চাকরি মেলা শনিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০১ ১১:০০:১৮

গ্র্যাজুয়েশনের পাশাপাশি যারা বর্তমানে বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন তাদের জন্য চাকরির সুযোগ রেখে ‘করপোরেট অমনিবাস-২০১৯’ শীর্ষক চট্টগ্রামে প্রথমবারের মতো চাকরি মেলার আয়োজন করছে বন্দরনগরীর স্কুল অব সেলস ম্যানেজমেন্ট।

শনিবার (০২ মার্চ ) কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় দিনব্যাপী এ মেলায় আরও থাকছে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, ব্যবসায়ী, উদ্যোক্তাদের সঙ্গে এক টেবিলে বসার সুযোগ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন আয়োজক কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সজীব কুমার ঘোস।

নির্ধারিত দিনে এ মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও  প্রফেসর ড. মিজানুর রহমান উপাচার্য।

ড. সজীব কুমার ঘোষ বলেন, চাকরির সুযোগ তৈরির পাশাপাশি এ মেলায় বিভিন্ন পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে অন্যপক্ষের কাছে প্রত্যাশা ও নিজেদের কর্মপন্থা নির্ধারণ করাই হচ্ছে এ মেলার মূল লক্ষ্য।

‘বিশ্ববিদ্যালয়গুলোর মূল ভূমিকা হচ্ছে- দক্ষ ও যোগ্যমানব সম্পদ তৈরি করে শিল্পে যোগান দেয়া ও গবেষণার মাধ্যমে নতুন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবন করে শিল্প সেবাখাতকে গতিশীল রাখা।’

অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানের দায়িত্ব হলো- বিশ্ববিদ্যালয় কোনো ধরনের জ্ঞান সৃষ্টি ও দক্ষতা তৈরি করবে তার চাহিদাপত্র পাঠানো। এছাড়া জ্ঞান সৃষ্টি ও দক্ষতা সমৃদ্ধ জনবল তৈরিতে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো তৈরি ও সম্পদের যোগান দেয়া।

উন্নত দেশগুলোতে এই ব্যবস্থা বিদ্যামান থাকলেও বাংলাদেশের বাস্তবতায় এর উপস্থিতি বিরল বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মেলায় ২০টি করপোরেট হাউজের স্টল থাকার পাশাপাশি তাদের প্রতিনিধিরা থাকছেন।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-গবেষক, মার্কেটিং ও ব্র্যান্ডিং এ সফল ব্যক্তিত্বদের কয়েকজন উপস্থিত থাকছেন।

মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক গ্র্যাজুয়েট উপস্থিত থাকবেন। আরও থাকছে বিশ্ববিদ্যালয় গবেষক ও করপোরেট ব্যক্তিত্ব নিয়ে দুইটি সেমিনার। সেমিনার দুটির মূল প্রাতিপদ্য হচ্ছে ‘অ্যাপ্রোচ টু এইচআর চ্যালেঞ্জ ও মার্কেটিং ইন নিউ মিলেনিয়াম। এর মধ্যে প্যারালাল সেশনে ফ্রেশ গ্র্যাজুয়েটদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে।

মেলায় গ্র্যাজুয়েটদের পাশাপাশি যারা বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন তারাও এ মেলায় অংশগ্রহণ করতে পারবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব সেলস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সীমান্তিকা ধর, আয়োজক কমিটির সদস্য সচিব পুস্প কান্তি বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব দত্ত, আয়োজক কমিটির সদস্য ফয়সাল মুন্না, তসলিম উদ্দিন ও খায়রুল ইসলাম প্রমুখ।

সৌজন্যে: বাংলা নিউজ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.