Sylhet View 24 PRINT

কয়েক হাজার পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-৩১ ০০:৪৫:২৩

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকের মধ্যে সাতটি ব্যাংক একযোগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি., বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানগুলো তিন হাজার ৪৬৩টি পদে (সাধারণ কর্মকর্তা)  নিয়োগ দেবে।

পদের নাম
কর্মকর্তা (সাধারণ)

যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা ৩০ বছর।

বেতন
১৬০০০-১৬৮০০-১৭৬৪০ থেকে ৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৪০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.bd)-  এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আগামী ২২ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.bd)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.