Sylhet View 24 PRINT

প্রথম দর্শনে প্রেম কতটা সত্য?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-০৪ ০০:১৩:২৬

প্রেম-ভালবাসা এক অদ্ভূত বিষয়। কখন যে কে কার প্রেমে পড়ে বলা মুশকিল। এমন অনেক ঘটনা আছে প্রথম দর্শনেই প্রেমে পড়েছে অনেকেই। কিন্তু, প্রথম দর্শনেই প্রেম? এও কি সম্ভব? আর সম্ভব হলেও তা কতটা সত্য। নাকি প্রথম দর্শন মানে শুধুই সৌন্দর্য্যের প্রতি আকর্ষণ। 

নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানীর দাবি, প্রথম দর্শনে প্রেম আসলে একটি মিথ। প্রেম নয়, বরং কাউকে প্রথমবার দেখার পর তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়।

নেদারল্যান্ডসের গ্রোনিনগেন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর দাবি, প্রথম দর্শনে প্রেম হওয়া সম্ভব নয়। মানুষ যেটাকে প্রথম দর্শনে প্রেম বলে ভাবে, সেটি আসলে শারীরিক আকর্ষণ। কিন্তু, কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন বিজ্ঞানীরা। 

৩৯৬ জন ডাচ ও জার্মান শিক্ষার্থীদের উপর একটি সমীক্ষা চালিয়েছেন তারা।
তাদের মধ্যে ৬০ শতাংশই নারী। অচেনা লোকেদের ছবি দেখিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, ছবিগুলি প্রথমবার দেখার অনুভূতি ঠিক কী রকম?

বিজ্ঞানীদের দাবি, প্রথম দর্শনে প্রেম নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৩২ জন অংশগ্রহণকারী। তা থেকেই বিজ্ঞানীদের ধারণা হয়েছে, অপর দিকের ব্যক্তিটির শারীরিক আকর্ষণ যত বেশি, তাঁকে তত বেশি পছন্দ হয়েছে অংশগ্রহণকারীদের। যা আসলে প্রেম নয়।

উল্লেখযোগ্য বিষয়, সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রেমিক বা প্রেমিকারাও ছিলেন। তাঁদের অনেকেরই বিশ্বাস, প্রথম দর্শনেই প্রেমে পড়েছেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.