Sylhet View 24 PRINT

মানুষের শরীর নিয়ে চমকপ্রদ ১০ তথ্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২২ ০০:০৮:২৫

অনেক আজব মানুষের শরীর। পা থেকে মাথা পর্যন্ত এম অনেক কিছু আছে যা জেনে সত্যিই অবাক হতে হয়। মানুষের দেহ সংক্রান্ত অনেক চমকে যাওয়ার মতো তথ্য রয়েছে যা আমাদের অজানা। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো তেমন অজানা ১০ চমকপ্রদ তথ্য-

১। মানুষ রাতের থেকে সকালে তুলনামূলক বেশি লম্বা হয়ে যায়।

২। আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন।

৩। মানুষের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০'র মত।

৪। একজন মানুষের শরীরে গড় নার্ভের পরিমাণ গড়ে প্রায় একশো বিলিয়ন।

৫।  মানুষ চোখ খোলা রেখে কখনই হাঁচি দিতে পারে না।

৬। একজন মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিটের চেয়ে অনেক বেশি শক্ত।

৭। মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬ টি হাড় দিয়ে তৈরি।

৮। স্বাভাবিক একজন মানুষ দৈনিক ছয়’বার মূত্রত্যাগ করেন।

৯। মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।

১০। হাঁচির সময় মানুষের নাক থেকে যে বাতাস বের হয় তার গতিবেগ ১০০ কিমি।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.