আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে যা করণীয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৮ ০১:১৫:১৯

বিদ্যুৎতের যেকোন উৎস থেকে বিদ্যুৎস্পষ্ট হতে পারে। এর ফলে শরীরের কোন অংশ বিদ্যুয়ায়িত হয়ে শরীর পুড়ে যেতে পারে, বিশেষ পক্ষাঘাতে আক্রান্ত হতে পারে, এমনকী মৃত্যুৎও ঘটতে পারে।

কেউ যখন বিদ্যুৎস্পৃষ্ট হন, তার আশেপাশে যারা থাকেন তাদের অনেকেই জানেন না বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বাঁচাতে তাদের করণীয় কী। এ ব্যাপারে কিছু বিষয় মনে রাখা জরুরি। যেমন-

১. বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুৎ অপরিবাহী কোনও বস্তু (যেমন- কাঠের টুকরো, খবরের কাগজ, রাবার) দিয়ে সজোরে আঘাত করে সরানোর চেষ্টা করুন। এই সময় আক্রান্ত ব্যক্তির গায়ে হাত দেবেন না কিংবা তার গায়ে কোনো পানি দেবেন না।তাহলে আপনিও আক্রান্ত হতে পারেন।

২. বিদ্যুতের উৎস বা সংযোগের যে মেইন সুইচ আছে সেটা খুঁজে দ্রুত বন্ধ করে দিন । সেই সঙ্গে দ্রুত বিদুৎ অফিসে খবর দিন।

৩. বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। হাত-পা অসাড় হয়ে যেতে পারে। এমন হলে বুকের উপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু রাখুন। হাতে পায়ে মালিশ করে আক্রান্ত ব্যক্তির শরীরের অসাড় ভাব কাটিয়ে তুলুন।

৪. আক্রান্ত ব্যক্তিকে বিদ্যুৎমুক্ত করার পর তাকে গরম দুধ ও গরম পানি খাওয়ান। এতে তার শরীরের রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে।

৫. প্রাথমিক সেবা দেওয়ার পর আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সূত্র : জি নিউজ

শেয়ার করুন

আপনার মতামত দিন