Sylhet View 24 PRINT

সুপারশপগুলোতে গ্লাভস ব্যবহার থেকে বিরত থাকুন!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ১১:৪৮:৫৯

সিলেটভিউ ডেস্ক :: করোনার আতঙ্ক গোটা বিশ্ব জুড়ে। করোনা মোকাবেলায় মাস্ক, গ্লাভস পরা থেকে শুরু করে চেষ্টার কোন ত্রুটি রাখছে না মানুষ। তবে সবসময় গ্লাভস পরার কোন প্রয়োজন নেই বলে বলছেন চিকিৎসকরা। বরং ঘরের বাইরে বিশেষ করে সুপারশপ গুলোতে গ্লোভস পরে গেলে তা নতুন সমস্যা তৈরি করতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ভারতের একজন চিকিৎসক।

চিকিৎসক কারান রঙ্গরাজন বলছেন, বেশি বেশি হাত ধোয়ার পরিবর্তে যদি গ্লাভস পরার উপর গুরুত্ব দেওয়া হয় তাহলে দেখা যাবে হাতে জীবাণু থেকেই গেছে। বিশেষ করে সুপারশপ গুলোতে গ্লাভস পরে একেকটি জিনিসে হাত দেওয়ার পর দেখা যায় জীবাণু এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই ছড়িয়ে পড়ছে।

তারপর মনের ভুলে আপনি ওই গ্লাভস দিয়ে মুখে হাত দিতে পারেন এবং এ থেকেই সহজেই জীবাণু আপনার শরীরে প্রবেশ করবে। এমনকি গ্লাভসটি পরিবর্তন করার সময়ও জীবাণু হাতে লেগে যাবে। এজন্যই হাত ধোয়ার কোন বিকল্প নেই। করোনা রোধে হাত ধোয়ার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা।

সৌজন্যে : কালের কণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.