Sylhet View 24 PRINT

করোনায় আক্রান্ত কি না জানাবে এক্সরে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৫ ১৩:০৭:৩৩

সিলেটভিউ ডেস্ক :: মানব শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে কি না সেটা জানার জন্য লালা পরীক্ষা করা হয়। এবার নাকি এক্সরে রিপোর্ট দেখেই জানা যাবে শরীরে করোনা হানা দিয়েছে কি না। এমনটাই দাবি করলেন ভারতের শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইআইইএসটি) একদল গবেষক।

গবেষকরা বলছেন এক্সরে প্লেট দেখেই যাতে মানবদেহে কোভিডের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া যায়। তেমনই এক প্রযুক্তি তারা তৈরি করেছে বলে দাবি ওই শিক্ষা প্রতিষ্ঠানের।

এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গে গবেষণা করছে প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্‌স বিভাগ।

গবেষণা প্রকল্পটির প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর আইআইইএসটি-র অধ্যাপক অঙ্কিতা প্রামাণিক। তিনি জানান, আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের উপস্থিতি নির্ণয় সময়সাপেক্ষ। এক্ষেত্রে সহায়ক হতে পারে নতুন প্রযুক্তি।

তিনি বলেন, ‘এটি এক ধরনের অ্যাপ। রোগী করোনায় আক্রান্ত কি না, এক্স-রে প্লেট দেখে বলে দেবে সেই অ্যাপই।’

‘কোভিড-নিউমোনিয়া, কোভিড আছে কিন্তু নিউমোনিয়া নেই এবং সাধারণ এক্স-রের ক্ষেত্রে এই প্রযুক্তির ফল প্রাথমিক ভাবে দেখা হয়েছে।’ বলেন ওই চিকিৎসক।

এক্স-রে করার যন্ত্র থেকে কোভিডের অস্তিত্ব জানা যাবে। তবে প্রচুর এক্স-রে প্লেট পরীক্ষার পরেই কিছু বলা সম্ভব।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০২০/ডেস্ক/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.