Sylhet View 24 PRINT

‘ফেয়ার’ থাকছে না ‘ফেয়ার অ্যান্ড লাভলী’তে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-২৫ ১৯:১৬:৩৯

সিলেটভিউ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বর্ণবাদবিরোধী আন্দোলনের যে ঢেউ দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে, তার রেশ এসে পড়েছে প্রসাধন সামগ্রীর বাজারে। দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় রঙ ফর্সাকারী ক্রিম ‘ফেয়ার অ্যান্ড লাভলীর’ নাম বদলে যাচ্ছে, সেখান থেকে বাদ পড়ছে ‘ফেয়ার’ শব্দটি।

ভারতের হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের পর ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-ইউবিএলও বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে।

ইউবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কোম্পানির স্কিনকেয়ার পোর্টফোলিও বা ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধন পণ্যের বিবর্তনের পরবর্তী পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র নাম পরিবর্তন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

“আরও সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ নামটির মধ্য থেকে ‘ফেয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করবে কোম্পানি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে।”

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড রঙ ফর্সাকারী ক্রিমের ব্র্যান্ড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার কথা ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানানোর কয়েক ঘণ্টার মাথায় এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী প্রতিবাদ ছড়িয়ে পড়ার ঘটনার পর এশিয়া, মধ্যপ্রাচ্য ও ভারতের বাজারে রঙ ফর্সাকারী দুটি পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় জনসন অ্যান্ড জনসন।

এরপর রঙ ফর্সাকারী পণ্য বাজারে চালু থাকায় বেকায়দায় পড়ে ইউনিলিভার। এখন তারা বলছে, ত্বকের যে কোনো রঙকে স্বাগত জানায় এই ব্র্যান্ড।

হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব মেহতা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “সব ধরনের ত্বকের যত্ন নেওয়ার কথা বলা নিয়েই কাজ করছি আমরা। আমরা সৌন্দর্যর পরিসরকে আরও বড় করে উদযাপন করতে চাই।

“পণ্যের গায়ে আলাদা গাত্রবর্ণের যে দুই চেহারা ছিল তা আমরা সরিয়ে নিয়েছি। এছাড়া ত্বকের রঙের যে নির্দেশনা দেওয়া হত ফেয়ার অ্যান্ড লাভলীর প্যাকেটের সাথে তাও বাদ দেওয়া হয়েছে।”

ফর্সা হওয়ার বদলে উজ্জ্বল ত্বকের কথা বলতে গিয়ে ত্বকের স্বাস্থ্যের দিকে নজর দিতে চায় হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। গ্রাহকরাও এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন বলে জানিয়েছেন সঞ্জীব মেহতা।

তিনি বলেন, “ফেয়ার অ্যান্ড লাভলী ব্র্যান্ড থেকে ফেয়ার শব্দটি উঠিয়ে নেওয়ার ঘোষণা দিচ্ছি আমরা। তবে এই পণ্যের নতুন নাম এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

নতুন নাম আর নতুন মোড়কে ‘কয়েক মাসের মধ্যেই’ বাজারে আসবে এই পণ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বেই রঙ ফর্সাকারী ক্রিমের ব্যবহার রয়েছে, তবে এশিয়ায় এর ব্যবহার সবচেয়ে বেশি। চীন, ভারতসহ এশিয়ার দেশগুলোর ৪০ শতাংশ নারী এই ধরনের ক্রিম ব্যবহার করেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতে এসব প্রসাধন পণ্যের ক্রেতাদের ধারণা, সুন্দর ও সৌন্দর্যর জগতে প্রবেশের প্রথম ধাপই হচ্ছে এই সব রঙ ফর্সাকারি পণ্য।

ইউনিলিভারের কর্মকর্তারাও আগে ফেয়ার অ্যান্ড লাভলী নিয়ে বলে আসছিলেন, এই পণ্য নারীদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে।

টাইমস অফ ইন্ডিয়া বলছে, কিছু দিন ধরে বেশিরভাগ পণ্যের প্রচারে ‘ফেয়ারনেস’ শব্দটি এড়িয়ে ‘গ্লোয়িং’, ‘ফ্ললেস’, ‘ব্রাইটনেস’ নিয়ে কথা বলা হচ্ছে। তবে বিপণন কৌশল থেকে ব্র্যান্ডের নামে ‘ইচ্ছাকৃতভাবেই’ ফেয়ার শব্দটি ব্যবহার করা হয়ে আসছিল।

ইউনিলিভার বাংলাদেশও বলছে, ২০১৯ সালের শুরুর দিকে ব্র্যান্ডের যাবতীয় যোগাযোগ মাধ্যমে ‘ত্বক ফর্সা করার উপকারিতা’ এবং ‘ফর্সাকারি’ শব্দগুলোর পরিবর্তে ‘দ্যুতি’/গ্লো, ‘উজ্জ্বল আভা’, ‘ত্বকের নির্মলতা’ ও ‘উজ্জ্বলতা’ ব্যবহার করেছেন তারা।

“বস্তুত পরিমার্জিত এই শব্দগুলো সুস্থ ত্বকের সামগ্রিক পরিচায়ক। এছাড়া রঙের পরিবর্তন নির্দেশক দুটি মুখ এবং রঙ পরিবর্তন বোঝার শেড গাইড- ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র প্রায় সব প্যাকেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রেও বাংলাদেশের নানা বর্ণের নারীদের উপস্থিতি এবং বৈচিত্র্যময় সৌন্দর্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে কোম্পানিটি।”

ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেদার লেলে বলেন, “আমরা আমাদের স্কিনকেয়ার পোর্টফোলিওকে আরও সার্বজনীন করে তুলছি এবং আমরা বৈচিত্র্যময় সৌন্দর্য উদযাপনকে এগিয়ে নিয়ে যেতে চাই। ২০১৯ সালে ব্র্যান্ড যোগাযোগ প্রক্রিয়াকে যুগোপযোগী করে ‘ফেয়ারনেস’ এর পরিবর্তে ‘গ্লো’ শব্দ ব্যবহার করা হয়েছে, যা সামগ্রিকভাবেই সুস্থ ত্বককে উপস্থাপন করে।

“এখন আমরা ঘোষণা করছি যে, আমাদের ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ ব্র্যান্ড নাম থেকে ‘ফেয়ার’ শব্দটি সরিয়ে ফেলব। ব্রান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই পরিমার্জিত নামসহ পণ্যটি বাজারে পাওয়া যাবে।”
দায়িত্ব।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জুন ২০২০/বিডিনিউজ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.