Sylhet View 24 PRINT

পুরুষের তুলনায় নারী-রক্তই বেশি প্রিয় মশাদের, দাবি পতঙ্গবিদদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৯ ২১:১০:৫৩

সিলেটভিউ ডেস্ক :: শহর থেকে গ্রাম সর্বত্র মশার উপদ্রব। মশার মাধ্যমে ছড়িয়ে পড়ছে একাধিক রোগ। একইসঙ্গে মশা প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর কীটনাশক; যা পরিবেশ ও মানুষের শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলে। এর মধ্যে মশা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো ভারতীয় পতঙ্গবিদরা।

সাধারণত, পুরুষ মশা মানুষকে কামড়ায় না। তাদের খাদ্য উদ্ভিদের রস। কিন্তু স্ত্রী মশার চাই রক্ত। কিন্তু এবার ভারতীয় পতঙ্গবিদরা দাবি করেছেন পুরুষের তুলনায় মহিলাদের রক্তই বেশি পছন্দ এই স্ত্রী মশাদের। শুনে আজগুবি মনে হলেও এটাই সত্যি।

পতঙ্গবিদরা পরীক্ষা করে দেখেছেন, অ্যানোফিলিসসহ অন্যান্য সমস্ত স্ত্রী মশারা মহিলা রক্তের প্রতি বেশি আকর্ষিত হয়। কারণ, মেয়েদের ঘামের সঙ্গে বেশ কিছু প্রকারের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে নিসৃত হয়। এই অ্যামিনো অ্যাসিডগুলির আধিক্যই নারী শরীরের প্রতি টেনে আনে মশাদের।

এছাড়াও মেয়েদের শরীরে উপস্থিত এক বিশেষ ধরনের হরমোন ঘামের সঙ্গে নির্গত হয় যা মশাকে আকর্ষণ করে। ফলে বেশি কামড় খায় মেয়েরা। মশাদের নারীদের প্রতি 'আসক্তির' এই তথ্য সত্যিই অদ্ভুত।



সিলেটভিউ২৪ডটকম/ আজকাল / জিএসি-২০

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.