সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৭:৩৮:৩৪
সিলেটভিউ ডেস্ক :: ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। ধূমপানে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে যায় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস। ‘কমিট টু কুইট’ তামাক বিরোধী প্রচারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং কোভিডে মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। সুতরাং কোভিডে মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেওয়াই উত্তম।”
তিনি আরও জানান, শুধু কোভিড নয়, ধূমপান ছাড়লে ক্যানসার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার আশংকাও কমে।
এই ক্যাম্পেইন কার্যক্রম বিশ্বের ২৯টি দেশে চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমরা বিশ্বের সবাইকে ওই ক্যাম্পেইনে অংশ নিয়ে তামাকমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানাই।
প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো নেটমাধ্যমকে জনসচেতনতার মাধ্যম হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২