Sylhet View 24 PRINT

আসুন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করি, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-০৬ ১২:১৫:৪০

আতাউর রহমান সাদী :: মা ওসমানী মেডিকেলের বিছানায় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষায় আছেন। বড় ও একমাত্র ছেলে হওয়ায় নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। সবার কাছে দোয়া চাই,  আমার মায়ের ব্যাপারে আল্লাহই উত্তম ফয়সালা দানকারী।

ড.জাফর ইকবাল স্যারকে শুরু থেকেই আমি ভালবাসি। স্যারের সাথে ক্যাম্পাসে প্রায়ই দেখা হত। স্যারের উপর হামলাকারীর কঠোর শাস্তি হোক।

আমি একজন মাদরাসার ছাত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলায় দীর্ঘ ৬ বছর লেখাপড়া করেছি। কিন্তু কই, আমিতো কোনো দিন স্যারকে হত্যা করার চেষ্টা করি নি!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,আহসান উল্লাহ মাস্টার, শহিদ জিয়াউর রহমান, বিশ্বজিৎ সহ বাংলাদেশে ঘটে যাওয়া অসংখ্য হত্যাকণ্ড তো আর মাদরাসার ছাত্র করে নি!

তাছাড়া মাদরাসার সব ছাত্র যে স্ন্ত্রাসের সাথে জড়িত তারও তো কোনো প্রমাণ আজও কেউ দিতে পারে নি!

সুতরাং মেনে নাও, সন্ত্রাসের কোনো গোষ্ঠী লাগে না,তারা যে কোনো অবস্থান থেকে সন্ত্রাস করে।

তোমরা যারা শুধু শুধু মাদরাসা শিক্ষার পেছনে লেগেছ, তোমাদের মতলব যে ভাল নয়, তা সামন্য জ্ঞান নিয়েই বোঝা যায়।

হত্যা, হত্যা ডেকে আনে। সুতরাং কোনো গোষ্ঠীকে দোষারূপ না করে প্রকৃত সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে।

জাফর স্যার বড় মাপের মানুষ বলেই তাঁর উপর হামলার ঘটনা সবাই জানতে পেরেছে কিন্তু সমাজে এমন কত ঘটনা হয়তো প্রতিনিয়ত ঘটছে, যার হদিসই  আমরা পাচ্ছি না।

যে একজন মানুষকে হত্যা করল সে যেনো পুরো মানব জাতিকেই হত্যা করল (আল কোরআন)

সিলেটভিউ২৪ডটকম/৬মার্চ২০১৮/এএস/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.