আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

তুমিই সত্যিকারের মেধাবী, তোমাকে লাল সালাম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৩ ০০:৫০:০৭

হায়দার আলী :: কোটা সংস্কারের দাবিতে রাজধানীর রাজপথ ছিল উত্তাল। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় যানজটে আটকে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। ঢাকাজুড়ে যানজট আর শিক্ষার্থীদের উত্তাল প্রতিবাদ। ওই সময় যানজটে আটকে পড়ে প্রিজনভ্যানে থাকা আসামিরা তীব্র গরমে পানির জন্য চিৎকার করতে থাকেন।

কিন্তু কেউ এগিয়ে আসেনি, কিংবা ভ্রূক্ষেপও করেনি। তবে তাদের এই হাঁসফাঁস নজর এড়ায়নি পথ শিশুটির। ঠিকই পানির বোতল নিয়ে ছুটে যায় শিশুটি। একে একে প্রায় সবাইকেই একটু একটু করে পানির তৃষ্ণা মেটায় সে। অথচ লেখাপড়া নেই, কিংবা বড় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নয় সে। তার নাম জানার সুযোগ হয়নি। জানাও যাবে না হয়তো।

এ ছবিটি একেক মানুষের মনে একেক অর্থ আর ব্যাখ্যার জন্ম দেবে। আপনি যাই ভাবেন না কেন, এই অচেনা শিশুটিই চোখে আঙুল দিয়ে সবাইকে ঠিকই দেখিয়ে দিল, এভাবেই মানুষ মানুষের জন্যে ছুটে যায়।

বলতেই হয়- তুমিই সত্যিকারের মেধাবী, তোমাকে লাল সালাম।

লেখক : হায়দার আলী, সাংবাদিক

শেয়ার করুন

আপনার মতামত দিন