Sylhet View 24 PRINT

হে প্রভু, আমাদের করে দাও ক্ষমা....

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৪ ১০:৩৫:৫২

মকিস মনসুর ::

মানবজাতি আজ ঘরবন্দি.সমগ্র বিশ্ব হয়ে গেছে লক ডাউন.
অদৃশ্য এক দৈত্য এই ক‌রোনা ভাইরা‌স এ যেনো এক যুদ্ধ.
পৃথিবী ব্যাপী চলছে মৃত্যুর মিছিল সবাই হয়ে গেছে দিশাহারা.
মহা বিপর্যয়ে আজ সারা দুনিয়া এ যেনো  নিরব ধ্বংসলীলা.
রাজা রানী ধনী গরীব ধর্ম বর্ণ জাতি নেই কেনো ব্যাবধান.
সমগ্র বিশ্ব আজ আতংকিত হয়ে গেছে যেনো জিন্দা লাশ.
মেনে চলুন সব দেশের সরকার প্রনিত সকল দিক- নির্দেশনাা.
ঘরে থাকুন ও অন্যকে নিরাপদ রাখুন.এই হোক শপথনামা.
অসহায়,অনাহারী, দিনমজুর ও নিন্মবিত্তের চলছে হাহাকার.
অসহায় নিড়িহ মানুষের পাশে প্লিজ জানাই দাঁড়ানোর আহবান ;
দুঃখ শোক আর অশ্রুধারা সব কিছু আমাদের পেছ‌নে ফে‌লে সঙ্কট মোকাবেলায় জীবনকে এ‌গি‌য়ে নিতে হবে আপন গন্ত‌ব্যে
মহাণ আল্লাহু রাব্বুল আলামীন সবার ভরসার শেষ টিকানা.
পানাহ চাই- হে প্রভু,পরম দয়ালু আমাদের করে দাও ক্ষমা.


মোহাম্মদ মকিস মনসুর. কচুয়া হাউস. মনসুর ফ্যামিলি. কার্ডিফ ইন ইউকে.

সিলেটভিউ২৪ডটকম/৪ এপ্রিল ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.