Sylhet View 24 PRINT

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১১ ১১:৪৬:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর এ ভাষণ এক যোগে সম্প্রচার করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ বিজয় নিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐকমত্যের সরকার। দ্বিতীয় মেয়াদের সরকারের শপথ অনুষ্ঠিত হয় নির্বাচনের এক সপ্তাহ পর ২০১৪ সালের ১২ জানুয়ারি। সে ক্ষেত্রে দ্বিতীয় মেয়াদের সরকারের চার বছর পূর্ণ হবে শুক্রবার।  

জানা গেছে, জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার বছরের শাসনামলের উন্নয়নের চিত্র তুলে ধরবেন। পাশাপাশি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনামুলক বক্তৃতা করবেন তিনি। গত বছর এবং এর আগের বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ১২ জানুয়ারি জাতির উদ্দেশে দেয়া ভাষণে তার সরকারের শাসনামলের উন্নয়নের চিত্র তুলে ধরেছিলেন। সেখানে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেছিলেন শেখ হাসিনা। তিনি বলেছিলেন, সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব দলের অংশ গ্রহণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.