Sylhet View 24 PRINT

শাহজালালে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১১:০৩:০৩

সিলেটভিউ ডেস্ক :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক জাপানি নাগরিকের কাছ থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩জানুয়ারি) ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ কথা জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করে। ওই ফ্লাইটে করে আসা এক জাপানি নাগরিকের কাছ থেকে ১ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার আটক করা হয়।

সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল রিজেন্টের ফ্লাইটে নজর রাখছিল। ওই ফ্লাইটের একজন বিদেশি (জাপানি) যাত্রীকে গ্রিন চ্যানেল আসার পর আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো ওই ব্যক্তির শরীরের ভেতরে লুকানো অবস্থায় ছিল।

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৩জানুয়ারি২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.