Sylhet View 24 PRINT

৯ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-১৩ ১৪:৪৮:২০

ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে।

বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত কর্মকর্তা মনোয়ারা খান জানান, কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়। এরপর একটি ফ্লাইট উড্ডয়ন ও একটি ফ্লাইট অবতরণ করে।

এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় অবতরণ করতে না পারায় কয়েকটি ফ্লাইটকে সিলেট ও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.