Sylhet View 24 PRINT

ফের ঢাকা-লন্ডন সরাসরি কার্গো পরিবহন শুরু বুধবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৪ ০০:১৬:৫৭

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আজ বুধবার থেকে পুনরায় আকাশপথে ঢাকা-লন্ডন সরাসরি কার্গো পরিবহন শুরু হচ্ছে। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউকের উদ্দেশে বিজি-০০১ কার্গো ফ্লাইটটি ছেড়ে যাবে।

বিমানের কার্গো শাখার মহাব্যবস্থাপক আরিফ উল্লাহ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যাবশ্যকীয় ‘এয়ার কার্গো সিকিউরিটি-৩’ (এসিসি-৩) সনদ অর্জন করেছে। মঙ্গলবার ভোরে এসিসি-৩ সনদ নবায়নের কপি বিমান কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। এতে করে যুক্তরাজ্যে কার্গো ফ্লাইট পরিবহনে আর বাধা রইলো না।

উল্লেখ্য, দুই বছর আগে বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য সরকার। তবে তাদের দেয়া শর্ত পূরণের ফলে গত ১৮ ফেব্রুয়ারি তা প্রত্যাহার করে নেয় দেশটি। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এসিসি-৩ সনদ নবায়ন না হওয়ায় যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে পারছিল না বিমান। এ অবস্থায় ইউরোপিয়ান এভিয়েশন সিকিউরিটি এজেন্সির একজন অডিটরকে দিয়ে বিমানের কার্গো পরিবহনে নিরাপত্তার বিষয়টি পরিদর্শন করিয়ে নেয় যুক্তরাজ্য।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.