|
জাতীয়|
সিলেট|
রাজনীতি|
আন্তর্জাতিক|
খেলাধুলা|
বিনোদন|
শিক্ষা-ক্যাম্পাস|
তথ্য প্রযুক্তি|
চিত্র-বিচিত্র|
প্রবাস|
|
ফিচাররাঙামাটিতে পর্যটন কটেজে অগ্নিকাণ্ড
সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ০৯:৩৯:২৫

সিলেটভিউ ডেস্ক :: রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের রুইলুই পর্যটন পাড়া কেন্দ্রে আগুন লেগে তিনটি কটেজ পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টার দিকে হঠাৎ রুইলুই পর্যটন পাড়া কেন্দ্রের কাচালং রেস্ট হাউজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী গরবা রেস্ট হাউজ এবং সাজেক বিলাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
এদিকে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/১৬এপ্রিল ২০১৮/ডেস্ক/আআ