Sylhet View 24 PRINT

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৬ ১১:২৩:৫৪

সিলেটভিউ ডেস্ক :: টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ট্রাক চালক আয়য়ুব হোসেন (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভোগদহ গ্রামের তজিবুর রহমানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। চালক ঘুমিয়ে ঘুমিয়ে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত ও ৮ জন আহত হন। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬এপ্রিল ২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.