Sylhet View 24 PRINT

সাতক্ষীরা সীমা‌ন্তে উট পা‌খির বাচ্চা উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২১ ১১:২৩:৪৭

সিলেটভিউ ডেস্ক :: সাতক্ষীরা সীমা‌ন্তে ভারত থে‌কে পাচার করে আনার প‌থে ৭৫টি উট পা‌খির বাচ্চা উদ্ধার ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দে‌শের (বি‌জি‌বি) সদস্যরা। পৃথক ঘটনায় বেশ কিছু সোনার গহনাও জব্দ করা হয়েছে।

শ‌নিবার (২১ এ‌প্রিল) ভোর রা‌তে সদর উপ‌জেলার কুশখালী ও পদ্মশাখরা সীমান্ত থে‌কে এসব জব্দ করা হয়। ত‌বে, এ সময় কোনো চোরাকারবারী‌কে আটক কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি।

জব্দকৃত সোনার গহনার ম‌ধ্যে র‌য়ে‌ছে, ১১টি চেইন, ১১টি নাকফুল ও ৭৭টি আং‌টি। এছাড়াও উট পা‌খির বাচ্চার সংখ্যা ৭৫টি।

‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, ভোর রা‌তে সদর উপ‌জেলার পদ্মশাখরা সীমা‌ন্ত থে‌কে ৭৫টি উটপা‌খির বাচ্চা উদ্ধার ও সকা‌লে কুশখালী থে‌কে বেশ কিছু সোনার গহনা জব্দ করা হ‌য়ে‌ছে। উট পাখির বাচ্চাগু‌লো প্রা‌ণিসম্পদ কার্যালয়ে নি‌য়ে পরীক্ষা-‌নিরীক্ষা করা হ‌চ্ছে। এছাড়া দাম নির্ধারণের জন্য গহনাগু‌লো জু‌য়েলা‌র্সে নি‌য়ে যাওয়া হ‌বে।

সিলেটভিউ২৪ডটকম/২১এপ্রিল২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.