Sylhet View 24 PRINT

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৩ ১১:৪৭:১৮

সিলেটভিউ ডেস্ক :: পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে। খাগড়াছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে অপহৃত ৩ ব্যবসায়ীর মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। সকাল থেকে দূর-পাল্লার যানবাহন, শহরের দোকানপাট বন্ধ রয়েছে।

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েও অপহৃতদের উদ্ধারে প্রশাসন ব্যর্থ হওয়ায় এ হরতালের ডাক দেয় সংগঠনটি। শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন থেকে হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে অপহৃতদের অক্ষত উদ্ধারের দাবি জানিয়ে অপহৃতদের পরিবার ও বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন এ হরতালের ঘোষণা দেয়।

হরতালে পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান, অপহৃতদের উদ্ধারে আমরা কাজ করছি।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে নিখোঁজ হন মাটিরাঙা উপজেলার তিন ব্যবসায়ী। নিখোঁজের ৭ দিন অতিবাহিত হলেও এখনও তাদের কোন সন্ধান মেলেনি।

সিলেটভিউ২৪ডটকম/২৩এপ্রিল২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.