আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নেত্রকোনায় ৪ ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৪ ০৯:৫১:১৭

সিলেটভিউ ডেস্ক :: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে চারটি ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. রেজাউল করিম ও নেত্রকোনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক শাহ্ আলম জানান, বণিক ফার্মেসিকে ১০ হাজার টাকা, ইমু মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, লহ্মীস্টোরকে পাঁচ হাজার টাকা, সরস্বতী মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ফার্মেসিতে থাকা বিপুল পরিমাণ মেয়াদোর্ত্তীণ ওষুধসহ লহ্মীস্টোরের সিলবিহীন প্রসাধনী ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, বাজার কর্মকর্তা মো. আজমল হোসাইন, মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার ও জেলা পুলিশ সদস্যরা।

সিলেটভিউ২৪ডটকম/২৪ এপ্রিল ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন