Sylhet View 24 PRINT

গাজীপুরে ফেনসিডিলসহ আটক ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৪ ১৩:০৬:৪০

সিলেটভিউ ডেস্ক :: গাজীপুরে সবজির বস্তা থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ মো. আক্তারুল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা।

আটক মো. আক্তারুল চাপাইনবাবগঞ্জের শীবগঞ্জ থানার ছোটচর জোয়ানাবাড়ি এলাকার মোজ্জাফর আলীর ছেলে। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) উপ পরিদর্শক আশরাফুজ্জামান লস্কর জানান, সকালে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে এসে থামে। পরে যাত্রীদের কাছ থেকে টিকিট চেক করা হচ্ছিল। এ সময় আটক আক্তারুলের কাছে টিকিট চাওয়া হলে তিনি টিকিট দেখাতে পারেনি। পরে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা একটি বস্তা দেখতে চাইতে তিনি আপত্তি জানায়।

এতে সন্দেহ হলে বস্তাটি খুলে দেখা হয়। এ সময় ঢেরশ ভর্তি ওই বস্তা থেকে ২শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাকে আটক করে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ এপ্রিল ২০১৮/ডেস্ক/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.