আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

খুলনা সিটি নির্বাচনে নৌকার মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক এগিয়ে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৫ ১৮:৫৩:১২

সিলেটভিউ ডেস্ক :: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের দুই কেন্দ্র প্রধান দুই দলের প্রার্থী ভাগাভাগি করে নিলেও ভোটের মোট হিসাবে এগিয়ে আছেন নৌকার মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক।

এই পর্যন্ত ১৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী খালেক পেয়েছেন মোট ৮৮৪৫ভোট। আর বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ৩২১৬ভোট পেয়েছেন।

অর্থাৎ, ১৩ কেন্দ্রের বিচারে সাংসদ পদ ছেড়ে মেয়র পদে ভোটের লড়াইয়ে আসা আওয়ামী লীগ নেতা খালেক এগিয়ে আছেন। 

চার লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটারের শহর খুলনায় এবার ভোট হয়েছে ২৮৯ কেন্দ্রে। এর মধ্যে সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের জসিম উদ্দিন হোস্টেলের অস্থায়ী কেন্দ্রে ভোট নেওয়া হয়েছ ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে।

নিয়ম মাফিক সব আনুষ্ঠানিকতা শেষ করে আধা ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করেন দুই প্রিজাইডিং কর্মকর্তা।  

সোনাপোতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ জানান, তার কেন্দ্রে ১০৯৯ জন ভোটারের মধ্যে ৫২২ জন ভোট দিয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৮/ডেস্ক/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন