আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

খালেদার জামিন বহাল তবে এখনই কারামুক্তি পাচ্ছেন না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ১০:১৮:২০

সিলেটভিউ ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন আদেশ আপিল বিভাগে বহাল থাকলেও অন্য মামলায় গ্রেফতার দেখানোর কারণে এখনই কারামুক্তি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (১৬মে) সকালে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আপিলের রায়ে জামিন বহাল রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

দুদকের করা এ মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয়। তারপর থেকে খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

বিচারিক আদালতে রায়ের পর হাই কোর্টে তিনি জামিন পেলেও দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে তা আটকে যায়। আজ জামিন বহাল রাখার পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির আদেশ দেয়া হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৬মে ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন