আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শরীয়তপুরে 'বন্দুকযুদ্ধে' মাদক বিক্রেতা নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৫ ১০:৫৫:০২

সিলেটভিউ ডেস্ক :: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রুহুল আমিন বাঘা (৫০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার নাগেরপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রুহুল বাঘা উপজেলার চর জুশিরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভদ্রচাপ গ্রামে কতিপয় মাদক বিক্রেতারা নিজেদের মধ্যে মাদকদ্রব্য ভাগাভাগি করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ ও থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ও ককটেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট গুলিবিনিয়মের পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ সেখানে তল্লাশি চালায়। তল্লাশিকালে মাদক বিক্রেতা রুহুলের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানান এসপি আব্দুর মোমেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জুন ২০১৮/ডেস্ক/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন